ঠোঁটের কালো দাগ দুর করে গোলাপি আভা ফিরে আনার জন্য কার্যকরী কিছু উপাদান এবং ব্যবহার বিধি।
উপাদান:- মধু, লেবুর রস, বরফ ও দুধের সর।।
ব্যবহার বিধি:-
-
(১) সামান্য মধু প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালোভাবে ঠোঁটে লাগিয়ে সারা রাত রাখবেন। এভাবে কয়েক সপ্তাহ প্রতিদিন লাগিয়ে দেখুন পার্থক্য বুঝতে পারবেন।।
-
(২) লেবু চিপে সামন্য রস রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার ঠোঁটে ভালোভাবে মাজাজ করতে পারেন। এতে ভালো ফল পাবেন ।
-
(৩) দিনে বেশ কয়েকবার করে ঠোঁটে বরফ ঘষতে পারেন।
-
(৪) রাতে ঘুমানোর পূর্বে দুধের সরের সাথে মধু মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। এভাবে কয়েক সপ্তাহ প্রতিদিন ব্যবহার করুন!
উপরোক্ত নির্দেশনাগুলো মেনে চলার চেষ্টা করুন, উপকার পাবেন ইনশা আল্লাহ।
জামিনুল রেজা ওরফে জামি আহমাদ জ্ঞানপিপাসু ও সৌখিন একজন সাধারণ মনের মানুষ। পছন্দ করেন নিঃস্বার্থ ভাবে অপরকে সাহায্য করতে।নিজেকে জানা ও অপরকে জানানোর অদম্য ইচ্ছার প্রয়াসে অনেক টাই জড়িয়ে গেছেন ই-নলেজ এর সাথে।বর্তমানে তিনি দশম শ্রেণিতে অধ্যয়নরত।জ্ঞান বিনিময়ের এই বিশাল প্লাটফর্মে নিরন্তর প্রচেষ্টায় জ্ঞান অন্বেষণে কাজ করে যাচ্ছেন একজন পরিদর্শক হিসেবে।