আমি যে তিনটি জিনিস চাইবোঃ
-
আমার বাবা মাকে যেন আমি সবচেয়ে খুশী রাখিতে পারি।
-
দুনিয়ার সকলে যেন ইসলামের পথে চলে।
-
আমি যে বই স্পর্শ করি সেই বইয়ের সকল জ্ঞান যেন আমার মাথায় চলে আসে।
সম্ভব হোক বা না হোক, আমি এই তিনটি জিনিসই চাইতাম।
মোঃ আশরাফ উদ্দিন খান ই-নলেজ ডট কমের প্রতিষ্ঠাতা। খানিকটা অস্তিত্বের তাগিদে আর দেশের জন্য বাংলা ভাষায় কিছু করার উদ্যোগে ২০১৯ সালে তার হাত ধরেই যাত্রা শুরু করে ই-নলেজ ডট কম। বর্তমানে(২০২১) তিনি ৯ম শ্রেণীতে অধ্যয়নরত। আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।