আপনি খুব সহজেই ইনোবাংলায় নিবন্ধন করতে পারেন।
যেভাবে ইনোবাংলায় নিবন্ধন করবেন-
প্রথমে ইনোবাংলায় চলে যান। www.enobangla.com
তারপড় সাইটের একেবারে উপরের মেনু থেকে নিবন্ধন এ ক্লিক করুন।
এবার আপনি আরেকটি পেজে অর্থাৎ নিবন্ধন পেজে চলে যাবেন।
-
প্রথমে আপনার নামের প্রথম অংশ দিন।
-
২য় বক্সে নামের শেষ অংশ দিন।
-
আপনার ইউজার নেম দিন।
-
৪র্থ বক্সে আপনার ই-মেইল আইডি দিন।
-
তারপর পাসওয়ার্ড দিন।
-
পরের বক্সে পাসওয়ার্ড কনফার্ম করুন।
-
তারপর "Creat Account" এ ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ।
আপনি যদি সঠিকভাবে তথ্য পূরণ করতে পারেন, তাহলে অভিনন্ধন।
আপনি সফলভাবে নিবন্ধন করতে পেরেছেন!!!!
ধন্যবাদ।
মোঃ আশরাফ উদ্দিন খান ই-নলেজ ডট কমের প্রতিষ্ঠাতা। খানিকটা অস্তিত্বের তাগিদে আর দেশের জন্য বাংলা ভাষায় কিছু করার উদ্যোগে ২০১৯ সালে তার হাত ধরেই যাত্রা শুরু করে ই-নলেজ ডট কম। বর্তমানে(২০২১) তিনি ৯ম শ্রেণীতে অধ্যয়নরত। আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।