ই-নলেজে মহা প্রশাসক, প্রশাসক ও সমন্বয়ক বৃন্দরা যেকোনো সদস্যকে বিশেষপদ দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করেন।
তবে এর মধ্যেও ভাগ হয়েছে।
সমন্বয়ক যে যে বিশেষ দিতে পারবেনঃ
1. বিশেষজ্ঞ
2. সম্পাদক
প্রশাসক যে যে বিশেষ পদ দিতে পারবেনঃ
1. বিশেষজ্ঞ
2. সম্পাদক
3. সমন্বয়ক
4. প্রশাসক
আবার মহা প্রশাসক সব রকমের পদ দেওয়ার ক্ষমতা সংরক্ষন করেন।
আব্দুল্লাহ আল মাসুদ মহা প্রশাসক হিসেবে ই-নলেজ এর সাথে আছেন। অপরকে সাহায্য করতে খুব ভালোবাসেন।বর্তমানে তিনি একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। স্বপ্ন দেখেন একজন ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার। স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন ই-নলেজের সাথে। তাই তিনি সকলের কাছে দোয়া প্রার্থী .....!