দেখুন ভাই সাইট তৈরি করা কোনো সহজ ব্যপার না। সাইট তৈরি করতে গেলে আপনাকে অনেক কিছু জানতে হবে যেমন: এইটিএমএল এর কাজ, সিএসএস, পিএইচপি, সিইও জাভাস্ক্রিপ্ট, ক্রিয়েটিভ নলেজ ও ওয়েবডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ে বিস্তারিত জ্ঞান থাকতে হবে। তাই আপনি কোন ওয়েবডেভেলপার বা সাইট বিল্ডারের কাজ থেকে সাইট তৈরি করে নিতে পারেন। তাছাড়াও সাইট তৈরি করে নিলেই হবে না সাইট টাকে পরিচালনা করার জন্য আপনাকে উপরোক্ত বিষয়ে কিছু জ্ঞান থাকতে হবে।
তবে এর জন্য আপনি
মোঃআশরাফ উদ্দিন খান ভাই বা
আব্দুল্লাহ আল মাসুদ ভাই এর সাথে যোগাযোগ করতে পারেন।
জামিনুল রেজা ওরফে জামি আহমাদ জ্ঞানপিপাসু ও সৌখিন একজন সাধারণ মনের মানুষ। পছন্দ করেন নিঃস্বার্থ ভাবে অপরকে সাহায্য করতে।নিজেকে জানা ও অপরকে জানানোর অদম্য ইচ্ছার প্রয়াসে অনেক টাই জড়িয়ে গেছেন ই-নলেজ এর সাথে।বর্তমানে তিনি দশম শ্রেণিতে অধ্যয়নরত।জ্ঞান বিনিময়ের এই বিশাল প্লাটফর্মে নিরন্তর প্রচেষ্টায় জ্ঞান অন্বেষণে কাজ করে যাচ্ছেন একজন পরিদর্শক হিসেবে।