জ্বর কেন হয়:
জ্বর হতে পারে অনেক ধরনের Microorganism এবং কিছু Substances-এর কারণে, যাদেরকে একত্রে পাইরোজেন/Pyrogen বলে। এছাড়া কিছু প্রোটিন, এবং প্রোটিন থেকে উদ্ভূত পদার্থের কারণেও জ্বর হতে পারে। আবার ব্যাকটেরিয়ার কোষঝিল্লি থেকে নিঃসৃত লিপোপলিস্যাকারাইড নামক বিষের কারণেও Hypothalamic Thermostat-এর Set point বৃদ্ধি পায়। কিছু Pyrogen সরাসরি হাইপোথ্যালামাসের তাপ নিয়ন্ত্রণ কেন্দ্রে আক্রমণ করে, আবার কিছু Pyrogen অপ্রত্যক্ষভাবে আক্রমণ করে Set Point বাড়িয়ে দেয়।
প্রকৃতপক্ষে জ্বরের কারণ অনেক। প্রচলিত কারণ হিসেবে চিন্তা করা হয় সংক্রমণকে। কিন্তু সংক্রমণ নিজেই তো অনেক ধরনের! ভাইরাসের সংক্রমণ, ব্যাকটেরিয়ার সংক্রমণ, দেহে বাসরত পরজীবীর সংক্রমণ। আবার যে শুধু সংক্রমণ থেকে জ্বর হবে, এমন কথাও নেই। প্রদাহজনিত অনেক কারণে জ্বর আসতে পারে। ক্যানসারজনিত কারণেও জ্বর আসতে পারে। দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক ইনফেকশন (যেমন যক্ষ্মা রোগ), মহিলাদের জননতন্ত্রের প্রদাহ (অ্যান্ডোমেট্রাইটিস, সার্ভিসাইটিস, ওফোরাইটিস, সালপিনজাইটিস), পুরুষদের জননতন্ত্রের প্রদাহ (প্রস্টেটাইটিস, এপিডিডিমাইটিস, অরকাইটিস), প্রস্রাবে ইনফেকশন, প্রস্রাবের নালিতে ইনফেকশন ।ইত্যাদি কারণে জ্বর হতে পারে।