ফেমিকন পিল খাওয়ার নিয়ম:- পিরিয়ড শুরুর ২য় দিন থেকে খাওয়া শুরু করতে হবে এবং যতদিন পর্যন্ত বেবি বা সন্তান না নিতে ইচ্ছুক ততদিন চালিয়ে যেতে হবে। প্রতিদিন প্রতিরাতে ১টি করে খেতে হবে। সহবাস করলেও খেতে হবে সহবাস না করলেও খেতে হবে।
যদি এমন হয় যে, আজ সহবাস করার পর পরবর্তী ৫ দিন বা ১০ দিন সহবাস করবেন না। তাহলেও পিল খাওয়া বন্ধ করবেন না।
একদিন খেতে ভুলে গেলে বা একদিন বাদ পড়ে গেলে পরের দিন ২টা খেতে হবে।
পরবর্তীতে সন্তান নিতে চাইলে পিল খাওয়া বন্ধ করলেই হবে।
জামিনুল রেজা ওরফে জামি আহমাদ জ্ঞানপিপাসু ও সৌখিন একজন সাধারণ মনের মানুষ। পছন্দ করেন নিঃস্বার্থ ভাবে অপরকে সাহায্য করতে।নিজেকে জানা ও অপরকে জানানোর অদম্য ইচ্ছার প্রয়াসে অনেক টাই জড়িয়ে গেছেন ই-নলেজ এর সাথে।বর্তমানে তিনি দশম শ্রেণিতে অধ্যয়নরত।জ্ঞান বিনিময়ের এই বিশাল প্লাটফর্মে নিরন্তর প্রচেষ্টায় জ্ঞান অন্বেষণে কাজ করে যাচ্ছেন একজন পরিদর্শক হিসেবে।