না ভাই শুধু প্রশ্ন করে পুরষ্কার পাওয়া যাবে না। প্রশ্ন করার পাশা-পাশি নিজের প্রশ্নে অথবা অন্যের প্রশ্নে মানসম্মত উত্তর করে মাস শেষে আপনাকে ৫০০+ পয়েন্ট সংগ্রহ করতে হবে। তবেই প্রতিযোগীদের তালিকায় আপনাকে রাখা হবে। এবং তারপর উত্তর যাচাই-বাচাই করে বিজয়ী দের নাম ঘোষণা করা হবে এবং পুরষ্কার প্রদান করা হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন
ই-নলেজে প্রশ্নোত্তর করে সম্মানী জিতুন
জামিনুল রেজা ওরফে জামি আহমাদ জ্ঞানপিপাসু ও সৌখিন একজন সাধারণ মনের মানুষ। পছন্দ করেন নিঃস্বার্থ ভাবে অপরকে সাহায্য করতে।নিজেকে জানা ও অপরকে জানানোর অদম্য ইচ্ছার প্রয়াসে অনেক টাই জড়িয়ে গেছেন ই-নলেজ এর সাথে।বর্তমানে তিনি দশম শ্রেণিতে অধ্যয়নরত।জ্ঞান বিনিময়ের এই বিশাল প্লাটফর্মে নিরন্তর প্রচেষ্টায় জ্ঞান অন্বেষণে কাজ করে যাচ্ছেন একজন পরিদর্শক হিসেবে।