নাটাফল এর অপর/অন্য নাম হচ্ছে করঞ্জা ফল। নাটা গাছের ইংরেজি হচ্ছে গ্রে নিকার। নাটা এর বৈজ্ঞানিক নাম হচ্ছে কাইছালপিনিয়া বোনডাক (Caesalpinia bonduc) এর নামকরণ করেন William Roxburgh. নাটার অন্য নাম হচ্ছে কাঁটানাটা, নাটাকরঞ্জ, ঝাগরাগোটা ও লালকান্তা ইত্যাদি।
রেফারেন্স
জামিনুল রেজা ওরফে জামি আহমাদ জ্ঞানপিপাসু ও সৌখিন একজন সাধারণ মনের মানুষ। পছন্দ করেন নিঃস্বার্থ ভাবে অপরকে সাহায্য করতে।নিজেকে জানা ও অপরকে জানানোর অদম্য ইচ্ছার প্রয়াসে অনেক টাই জড়িয়ে গেছেন ই-নলেজ এর সাথে।বর্তমানে তিনি দশম শ্রেণিতে অধ্যয়নরত।জ্ঞান বিনিময়ের এই বিশাল প্লাটফর্মে নিরন্তর প্রচেষ্টায় জ্ঞান অন্বেষণে কাজ করে যাচ্ছেন একজন পরিদর্শক হিসেবে।