ধন্যবাদ আপনাদের মুল্যবান মতামতের জন্য।
আপাত দৃষ্টিতে দেখলে ভোটে পয়েন্ট দেওয়ার সিস্টেম টি খুব বিব্রতকর। কিন্তু আমরা যদি একটু গভীর ভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে, একটি প্রশ্নোত্তর সাইটের পয়েন্টের প্রভাব খুব গুরুত্বপূর্ণ। কমবেশি সবাই চায় তার পয়েন্ট বাড়ুক। তাই কেউ যদি ভোট প্রদান তার পয়েন্ট বাড়ায় তাহলে তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না।।
আবার আমরা সবাই জানি যে, আমাদের উত্তরে যদি কেউ ভোট প্রদান করে তাহলে আমাদের উত্তর প্রদান করার আগ্রহ কতটা বেড়ে যায়। আমরা সবাই চাই যে, আমাদের উত্তরে সবাই ভোট প্রদান করুক। তাহলে কেউ যদি তার ব্যাক্তিগত স্বার্থেই হোক কিংবা মন থেকে হোক যেকোনো মনোভাব নিয়েই ভোট দিক না কেন তাতে তো ভোট প্রদান কারী ও ভোট গ্রহণ কারী দুজনেরই লাভ হচ্ছে।
তাহলে কি করে আমরা এই সিস্টেমটা বন্ধ করতে পারি!!!
আব্দুল্লাহ আল মাসুদ মহা প্রশাসক হিসেবে ই-নলেজ এর সাথে আছেন। অপরকে সাহায্য করতে খুব ভালোবাসেন।বর্তমানে তিনি একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। স্বপ্ন দেখেন একজন ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার। স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন ই-নলেজের সাথে। তাই তিনি সকলের কাছে দোয়া প্রার্থী .....!