ক) আমি যখন পথচারি:
১. আমি অকালে মরতে চাই কি না?
২. হাত, পা কিংবা শরীরের কোনো অঙ্গপতঙ্গ হারাতে বা থেতলাতে চাই কি না?
৩. দুর্ঘটনায় পতিত হয়ে আমার সংসার বা পরিবারকে অনিশ্চয়তার মাঝে ফেলতে চাই কি না?
উত্তর যদি “না” হয় তাহলে:
১. রাস্তায় চলাচলের সময় ফুটপাত দিয়ে চলব।
২. রাস্তা পার হবার সময় জেব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ, আন্ডারপাস যেখানে যেটা আছে সেখানে সেটা ব্যবহার করবো।
৩. যেখানে জেব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ কিংবা আন্ডারপাস নেই সেখানে ডানে-বামে দেখে সাবধানে রাস্তা পার হবো।
৪. রাস্তা পার হতে হতে মোবাইল ফোনে কথা বলব না।
খ) আমি যখন চালক:
১. আমি গাড়ি চালানোর উপযুক্ত কি না এবং আমার সঠিক ড্রাইভিং লাইসেন্স আছে কি না?
২. আমি যে গাড়ি চালাই সে গাড়ি চলাচলের জন্য ফিট এবং রোড পার্মিট আছে কি না?
৩. আমি ট্রাফিক আইন জানি কি না এবং জানলে মানি কি না?
৪. ট্রাফিক আইন না মেনে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে অন্যকে মারতে এবং নিজে মরতে চাই কি না?
৫. আমি মাদক সেবন করে মাতাল হয়ে গাড়ি চালিয়ে আমার এবং অন্যের ক্ষতি করতে চাই কি না?
৬. আমি বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে অন্যকে মারতে এবং নিজে মরতে চাই কি না?
উত্তর যদি “না” হয় তাহলে:
১. গাড়ি চালানোর জন্য উপযুক্ত হয়ে সঠিক ড্রাইভিং লাইসেন্স নিয়ে তবেই গাড়ি চালাবো।
২. সুস্থ গাড়ি চালাবো।
৩. ট্রাফিক আইন জেনে এবং মেনে গাড়ি চালাবো।
৪. আমি নিজেও অকালে মরতে চাই না এবং অন্যকেও মারতে চাই না এই কথা মাথায় রেখে গাড়ি চালাবো।
৫. আমি কখনো মাদক সেবন বা গ্রহণ করবো না।
৬. আমি মানুষ হবো এবং সচেতন হবো এবং তার পর গাড়ি চালাবো।
গ) আমি যখন ট্রাফিক পুলিশ:
১. আমি ঘুষ খেয়ে অযোগ্য চালককে ছেড়ে দিয়ে মানুষ মারতে চাই কি না?
২. আমি ঘুষ খেয়ে অসুস্থ গাড়িকে রাস্তায় চলতে দিয়ে মানুষ মারতে চাই কি না?
৩. আমি ঘুষের হারাম টাকা আমি, আমার মা-বাবা এবং আমার সন্তানকে খাওয়াই কি না?
উত্তর যদি “না” হয় তাহলে:
১. আমি অযোগ্য চালককে গাড়ি চালাতে দিবো না।
২. আমি অসুস্থ গাড়িকে রাস্তায় চলতে দিবো না।
৩. নিজে হারাম (ঘুষ) খাবো না, মা-বাবাকে হারাম খাওয়াবো না এবং আদরের সন্তানকেও হারাম খাওয়াবো না।
মোঃ আশরাফ উদ্দিন খান ই-নলেজ ডট কমের প্রতিষ্ঠাতা। খানিকটা অস্তিত্বের তাগিদে আর দেশের জন্য বাংলা ভাষায় কিছু করার উদ্যোগে ২০১৯ সালে তার হাত ধরেই যাত্রা শুরু করে ই-নলেজ ডট কম। বর্তমানে(২০২১) তিনি ৯ম শ্রেণীতে অধ্যয়নরত। আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।