প্রতিষেধক বা সচেতনতা নয়, একমাত্র আল্লাহ-ই পারেন প্রাণঘাতি এই করোনার থেকে আমাদের সকলকে রক্ষা করতে!!
আতঙ্কে ভয়ে আল্লাহর প্রতি বিশ্বাস বা ভরসা হারাবেন।।
মনে রাখবেন, রোগ দেওয়ার মালিকও তিনি, রোগ নিরাময়ের মালিকও তিনি।
তাই বেশি করে কুরআন পড়ুন, নফল সিয়াম রাখুন ও পাঁচ ওয়াক্ত সলাত আদায় করুন এবং নিম্নোক্ত দু'আ টি বেশি বেশি পড়ুন;
উচ্চারণ:-
আল্ল-হুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাস্বি ওয়াল জুনূনি ওয়াল জুযামি, ওয়া মিন সাইয়্যিইল আস-ক্বমি।
অর্থ:-
হে আল্লাহ! আমি তোমার কাছে শ্বেত রোগ, কুষ্ঠ রোগ, পাগলামি রোগ ও সমস্ত দুরারোগ্য ব্যাধি হতে আশ্রয় চাই!সহিহ আবূ দাউদ হাদিস নং ১৫৫৪
ই-নলেজজনস্বার্থে প্রচারিত!
বন্ধুস্বার্থে:জামিনুল রেজা ওরফে জামি আহমাদ
জামিনুল রেজা ওরফে জামি আহমাদ জ্ঞানপিপাসু ও সৌখিন একজন সাধারণ মনের মানুষ। পছন্দ করেন নিঃস্বার্থ ভাবে অপরকে সাহায্য করতে।নিজেকে জানা ও অপরকে জানানোর অদম্য ইচ্ছার প্রয়াসে অনেক টাই জড়িয়ে গেছেন ই-নলেজ এর সাথে।বর্তমানে তিনি দশম শ্রেণিতে অধ্যয়নরত।জ্ঞান বিনিময়ের এই বিশাল প্লাটফর্মে নিরন্তর প্রচেষ্টায় জ্ঞান অন্বেষণে কাজ করে যাচ্ছেন একজন পরিদর্শক হিসেবে।