শবে বরাতের কোন সিয়াম/রোজা নেই।। তবে হাদিস থেকে প্রমাণ মেলে যে মহানবী (সাঃ) সাবান মাসে বেশি বেশি করে সিয়াম/রোজা রাখতেন।। সাবান মাসের ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত টানা সিয়াম/রোজা রাখতেন।। আবার কোনো সাবান মাসে ১ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্তও সিয়াম/রোজা রাখতেন। হাদিসে আরো প্রমাণ মেলে প্রতি সোমবার ও বৃহঃপতিবারও সিয়াম/রোজা রাখতেন।
উল্লেখ্য যে, সাবান মাসে শবে বরাত উপলক্ষ্যে ১৫ ও ১৬ তারিখ সিয়াম/রোজা রাখার কোন দলিল হাদিসে নেই।
জামিনুল রেজা ওরফে জামি আহমাদ জ্ঞানপিপাসু ও সৌখিন একজন সাধারণ মনের মানুষ। পছন্দ করেন নিঃস্বার্থ ভাবে অপরকে সাহায্য করতে।নিজেকে জানা ও অপরকে জানানোর অদম্য ইচ্ছার প্রয়াসে অনেক টাই জড়িয়ে গেছেন ই-নলেজ এর সাথে।বর্তমানে তিনি দশম শ্রেণিতে অধ্যয়নরত।জ্ঞান বিনিময়ের এই বিশাল প্লাটফর্মে নিরন্তর প্রচেষ্টায় জ্ঞান অন্বেষণে কাজ করে যাচ্ছেন একজন পরিদর্শক হিসেবে।