এর জন্য আমারা দুঃখিত ভাই, আসলে উত্তর করার কিছু নিয়ম আছে।। শর্ট উত্তর, পুরোনো প্রশ্নে উত্তর থাকা সত্ত্বেও উত্তর করা ও মতামত প্রশ্নে মন্তব্য না করে উত্তর করা যাবেনা।। এরকম উত্তর করলে সেটা যদি কোনো বিশেষ সদস্যদের চোখে পড়ে তাহলে সেই উত্তর টাকে হয় লুক্কায়িত করা হয় আর না হয় মন্তব্যে রুপান্তরিত করা হয়।। আর সে কারনে পয়েন্ট কমে যায়।
আর তাছাড়াও নীতিমালা লঙ্ঘিত কার্যক্রম করলে প্রশাসক তার পয়েন্ট কমিয়ে দিতেই পারেন।।
কারন, প্রশাসক সকল ক্ষমতা সংরক্ষণ করেন।
আশা করি বুঝতে পেরেছেন...
জামিনুল রেজা ওরফে জামি আহমাদ জ্ঞানপিপাসু ও সৌখিন একজন সাধারণ মনের মানুষ। পছন্দ করেন নিঃস্বার্থ ভাবে অপরকে সাহায্য করতে।নিজেকে জানা ও অপরকে জানানোর অদম্য ইচ্ছার প্রয়াসে অনেক টাই জড়িয়ে গেছেন ই-নলেজ এর সাথে।বর্তমানে তিনি দশম শ্রেণিতে অধ্যয়নরত।জ্ঞান বিনিময়ের এই বিশাল প্লাটফর্মে নিরন্তর প্রচেষ্টায় জ্ঞান অন্বেষণে কাজ করে যাচ্ছেন একজন পরিদর্শক হিসেবে।