রাহিমভাই, আপনার উত্তর টি ভালো করে দেখুন আপনি ডিরেক্ট বলেছেন না এরকম কোন সাইট নেই। অথচ আপনি নিজেই মন্তব্যে বলছেন যে, এরকম সাইট অনেক আছে।। তাহলে কি আপনি ভুল উত্তর দেননি বলুন।
এখানে এত ঝামেলার কি আছে বুঝলাম না! জামিনুল রেজা ভাই উত্তর দিয়েছেন এবং একটি সাইটের লিংক দিয়েছেন।সাথে বলেছেন এমন যে, ট্রাই করে দেখতে পারেন। তবে কাজ হবে কিনা জানা নেই। এখানে উনি যতুটুকু জানেন ততুটুকুই উত্তর দিয়েছেন। আর মন্তব্যে আপনি জানালেন যে কাজ হয় না, ভালো কথা কাজ হবেনা। উত্তর লুক্কায়িত করা যায়। তবে যেখানে সেখানে অভিযোগ করবেন না, আর ভুল অভিযোগ তো একেভারেই না। যেকারণে আপনি রবিউল ভাইকে উল্টা পাল্টা কথা বললেন। আপনার যেকোনো অভিযোগ ইনোচ্যাটে জানাবেন ।আপনার উত্তর যে ভুল তা বলিনি, আমি বলেছি সঠিক জায়গায় অভিযোগ করবেন।