বিয়ের আগে প্রেম/ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা ইসলামী দৃষ্টিতে বৈধ নয় এই কারনে যে, ইসলামী বিধি-বিধান অনুযায়ী কোন পরনারী কোন পরপুরুষের সান্নিধ্যে আসতে পারে। এমন কি দেখা/সাক্ষাত বা ফোন, নেট ইত্যাদির মাধ্যমে কথা বলাও যাবে না।
ইসলামী দৃষ্টিতে এগুলো এক প্রকার যিনা বা ব্যভিচারের মধ্যে পড়ে। এমন কি মনে মনে কল্পনা করে তৃপ্তি অনুভব করাও যিনা। যা হারাম এবং কবিরাহ গুনাহ।মুসলিম: ২/৩৩৬
তাই, ইসলামী দৃষ্টিতে প্রেম করা হারাম। তাই হারাম কোন কিছু যায়েজ হতে পারে না, তা অবশ্যই নাযায়েজ।
আশা করি উত্তর পেয়েছেন...