ই-নলেজ অতিক্রম করলো লক্ষাধিক সদস্যের এক বিশাল মাইলফলক!বিস্তারিত...
person
!
প্রোফাইল আপডেট

প্রশ্নটি সবাই দেখুন...! বিশেষ করে প্রশাসকগণ....?

"অভিযোগ ও অনুরোধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন (বিশারদ) (2,080 পয়েন্ট)  
পূনঃপ্রদর্শিত করেছেন
প্রথমেই বলে রাখছি ভুল হলে ক্ষমা করে দিবেন।কিছুদিন যাবত ই-নলেজ এ প্রশ্নত্তোর লুকানোর বিষয়ে প্রায়ই গোলমাল দেখা যাচ্ছে॥কেননা যে প্রশ্নত্তোর করে সে বলে আমার প্রশ্নত্তোরতো ঠিকই ছিল, তবে সেটা লুক্কায়িত করা হলো কেন? যিনি লুক্কায়িত করেন তিনি বলে যে, প্রশ্নত্তোর ভুল ছিল/বানান ভুল ছিল॥ এ বিষয়ে আমি একটা কথা বলতে চাই, আর সেটা হলো প্রশ্নত্তোর লুক্কায়িত করার পূর্বে ভালো করে দেখবেন বানানের ভুল আছে কিনা।যদি ভুল থাকেতো সেটা লুক্কায়িত না করে সম্পাদন করুন।কেননা সেই ক্ষমতা আপনাকে দেয়া হয়েছে শুধু নিজের প্রশ্নত্তোর সম্পাদনের জন্য নয়। আর উত্তরে যদি ভুল থেকে থাকে তাহলে সতর্ক করবেন।এতে যিনি উত্তর প্রদান করেছেন তিনি তার ভুল সংশোধন করে নিবেন॥এক্ষেত্রে উত্তর লুক্কায়িত করার দরকার কি? @আশরাফ@ ভাই আর @মাসুদ@ ভাই ছাড়া কেউ অন্যের প্রশ্নত্তোর সম্পাদন করেন না।অথচ লুক্কায়িত করতে এক পায়ের উপর খাড়া॥ আমি কাউকে উল্লেখ করে বলিনি।তাই কেউ বাজে মন্তব্য করবেননা।
প্রশ্নের সংকেত- প্রশ্নটি সবাই দেখুন...! বিশেষ করে প্রশাসকগণ....?

বন্ধ
ঠিক বলেছেন আমি এই বিষয়ে ভাবছিলাম।
মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (1,806 পয়েন্ট)  
পূনঃপ্রদর্শিত করেছেন
উত্তর সম্পাদন করুন আর এটাকে মন্তব্যে প্রকাশ করুন।
মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (2,080 পয়েন্ট)  
পূনঃপ্রদর্শিত করেছেন
ভাই আপনার কথা বুঝলাম তবে উত্তরে বানান ভুল থাকলে সেটা সম্পাদনা করে দিয়ে ঠিক করে দেওয়া যায়।। কিন্তু উত্তর ভুল দিলে...? যার উত্তর জানা নেই তিনি উত্তর করবেনই বা কেন বলতে পারেন? আর একটা কথা প্রশাসকরা এমনি এমনি আমাদের বিশেষ পদ দেন নি।। আর কে বললো যে, বিশেষ সদস্যরা কোন বানানে ভুল দেখলে সম্পাদনা করেনা..? বিশেষ সদস্যরা ভুল বানান সম্পাদনা করেন এবং সেখানে মন্তব্য করা হয় যে, বানানের প্রতি লক্ষ্য রাখবেন/সতর্ক থাকবেন।। তারপরও যদি একের পর এক বানান ভুল যুক্ত উত্তর করে তাহলে আর কি করার থাকে বলতে পারেন..?
মন্তব্য করা হয়েছে করেছেন (পন্ডিত) (12,463 পয়েন্ট)  
সম্পাদিত করেছেন
রবি ভাই, দুইজনের উত্তর দয়া করে একীভূত করে দেখুন। আশা করি উত্তর পেয়ে যাবেন। না বুঝলে ডাক দিবেন।
মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (1,177 পয়েন্ট)  
পূনঃপ্রদর্শিত করেছেন

2 উত্তর

4 পছন্দ 0 অপছন্দ
 
সর্বোত্তম উত্তর

হুম।  সাম্প্রতিক সময়ে প্রশ্নোত্তর লুক্কায়িত করা নিয়ে বেশ তর্কাতর্কির শুরু হয়েছে।

তবে তার আগে আমি কয়েকটা কথা বলতে চাই।

১. প্রশ্নোত্তরে বানান ভুল থাকলে সেটার সম্পাদনা করার ক্ষমতা বিশেষ সদস্যগণের আছে। তবে প্রশ্নোত্তরে ২-১টা বানান ভুল থাকা অস্বাভাবিক নয়। সেক্ষেত্রে সম্পাদনা করা হয়। কিন্তু যদি বানান ভুলের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে কয়টা প্রশ্নোত্তরের  বানান  ঠিক করবেন বলেন। তখন লুক্কায়িত করা ছাড়া উপায় থাকে না। 

২. সতর্ক করলে সেই সদস্য এর কাছে কোনো নোটিফিকেশন যায় না। তাই শুধু সতর্ক করে লাভ নাই। যদি সতর্ক করে তাকে সেই  প্রশ্নোত্তরে মন্তব্য করে কিংবা সেই লিংক ওয়ালে কিংবা মেসেজে পাঠিয়ে দেয়া হয় তাহলে সেই সদস্য তার ভুল সম্পর্কে অবগত হতে পারবে।  সতর্ক করলে বিশেষ সদস্যরা নোটিফিকেশন পান কিন্তু তখন সেই নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে সেই প্রশ্নোত্তর লুক্কায়িত করা হয়। যার কারণে যে সদস্যকে অবগত করার জন্য সতর্ক করা হয় সেই সদস্য তার ভুল সম্পর্কে অবগত হয়েছেন কিনা তা বুঝার কোনো উপায় থাকে না।  অনেকক্ষেত্রে সেই সদস্য জানেনই না তার কোনো প্রশ্নোত্তরে কেউ সতর্ক করেছে কিংবা তার প্রশ্নোত্তর লুক্কায়িত করা হয়েছে।

তাই সতর্ক করার পাশাপাশি মন্তব্য করে জানিয়ে দিতে অনুরোধ জানাচ্ছি।

আবার এখানে সব সমস্যা যখন শুধু বানান নিয়েই তখন নিজের প্রশ্নোত্তরের বানানের প্রতি যত্নশীল হয়ে বানান ঠিক রাখলেই তো সব ঝামেলা শেষ। তখন আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।  

শুধু একজন বিশেষ সদস্যই জানে প্রশ্নোত্তরের বানান সংশোধন করে সম্পাদনা করা কতটা বিরক্তিকর। 
তাই দয়া করে আপনার বানানের প্রতি যত্নশীল হোন।

আর ই-নলেজের অন্যান্য সদস্যের সাথে শালীনতা বজায় রাখুন। আপনার জন্য যেন ই-নলেজের অন্য কোনো সদস্য মনে ব্যাথা না পায়।  দয়া করে এই বিষয়টা লক্ষ্য রাখবেন। 
    
   কারো বিষয়ে অভিযোগ করতে হলে প্রশাসকগণকে ব্যাক্তিগত ভাবে বলুন। তারাই খুটিয়ে দেখবে।                

আব্দুল্লাহ আল মাসুদ ই-নলেজ কুয়েরি এ দীর্ঘদিন যাবত প্রশাসক হিসেবে যুক্ত ছিলেন। সম্প্রতি ই-নলেজ ইনকাম সোর্স এবং কিছু জটিলতার কারণে তিনি ২৬শে এপ্রিল ২০২২-এ ই-নলেজ ত্যাগ করেন এবং ই-নলেজ ফাউন্টেন এর একটি এসইও সেবা স্ব-ইচ্ছায় তার অধীনে নিয়ে নেন এবং নিজের নতুন এক প্রতিষ্ঠানের বলে দাবি করেন।তিনি ২০২২ সালের একজন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

আশা করি ই-নলেজের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন!কৌতুহল মেটাতে ই-নলেজ এর এক্সপার্টদের প্রশ্ন করে  জানাবেন, ই-নলেজ রয়েছে সবসময় আপনার পাশে।জ্ঞানীদের সাথে থেকে আপনিও নিজের জ্ঞানকে বিকাশিত করুন।


ই-নলেজ ডট কম, Enolej Query, Best Question and answer site Enolez , সেরা প্রশ্নোত্তরভিত্তিক কমিউনিটি ই-নলেজ!

উত্তর প্রদান করেছেন (বিশারদ) (4,111 পয়েন্ট)  
নির্বাচিত করেছেন
ধন্যবাদ আপনাকে।আমি এটাই বোঝাতে চেয়েছিলাম যে সরাসরি লুক্কায়িত না করে উত্তর প্রদানকারীকে তার ভুল সম্পর্কে সতর্ক/যেকোনো ভাবে অবগত করা হোক।
মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (2,080 পয়েন্ট)  
পূনঃপ্রদর্শিত করেছেন
কিন্ত সব সময় তো হাতে সময় থাকে না উত্তর কারীকে জানানোর তাহলে কি হবে.??

ভূল উত্তর টি প্রদর্শিত থেকে যাবে.??(আপনার ভাষ্য মতে)   
মন্তব্য করা হয়েছে করেছেন (জ্ঞানী) (502 পয়েন্ট)  
আমি সেকথা কখনোই বলি নি আপু। আমি ব্যাপারে কোনো কথাই বলি নি। প্রশ্নকর্তা সতর্ক করার কথা বলেছেন তাই আমি জাস্ট সেই কথা গুলো তুলে ধরলাম।

  
মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (4,111 পয়েন্ট)  
আপনারাই ভালো জানেন॥
মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (2,080 পয়েন্ট)  
পূনঃপ্রদর্শিত করেছেন
3 পছন্দ 0 অপছন্দ

হুম আপনার প্রশ্ন টি করার জন ধন্যবাদ। 


আসুন আপনার প্রশ্নের উত্তর জেনে নেওয়ার চেষ্টা করিঃ 

লুক্কায়িত করার অপশন টি কেন দেওয়া হয়েছে.??

নিশ্চয়ই ভূল কিছু দেখলে লুক্কায়িত করার জন্য।

সতর্ক অপশন টি দেওয়া হয়েছে ওয়ার্নিং দেওয়ার জন্য। কেউ ভূল প্রশ্ন বা উত্তর করলে তাকে সতর্ক করার জন্য নয়। 

একটা উত্তর এ যদি ৬৪ টি বানান ভূল থাকে তাহলে কিভাবে সে উত্তর বা প্রশ্ন সম্পাদনা করা সম্ভব.?

আমি যদি আপনাকে সতর্ক করে আপনার প্রশ্ন বা উত্তর টি সম্পাদনা করে দিয় তাহলে নিজের ভূল ধরতে পারবেন না। কিন্ত যদি লুক্কায়িত করে দিয় তাহলে পরবর্তী তে উত্তর বা প্রশ্ন করতে গেলে সবার আগে বানান তাঁর পর প্রশ্নের সাথে উত্তর এর মিল আছে কিনা সেটা দেখে তাঁর পর উত্তর দিবেন।

আগুনে পোড়ালে তাঁর পর সোনা খাঠি হয় এ কথা টি সবাই কে মনে রাখতে হবে।

আপনি এটাও জানেন ইনলেজ এ প্রশাসনের লোকেরা খুব কম প্রশ্ন উত্তর করে তাই তাঁরা নিজেরা নিজেদের প্রশ্ন উত্তর সম্পাদনা করে বা করবে এটা বলা ভূল।


যদি কোন প্রশ্নের সাথে উত্তরের মিল না থাকে তাহলে সে উত্তর এ সতর্ক করে কি হবে.??

সেই উত্তর কি লুক্কায়িত করার মত নয়.???

     

"পরীক্ষক কে পূরা উত্তর পড়তে হয় না।উত্তরের শুরু টা দেখেই পরীক্ষক বুঝে যান ছাত্র টি কোন গ্রেডের"                     


কোন উত্তর ভূল থাকলে সেখানেও সতর্ক করতে বলেছেন কিন্ত কেন ভূল উত্তর তো গ্রহণযোগ্য নয় তাহলে না লুক্কায়িত করে সতর্ক কেন করতে হবে.??


আপনার একটি উত্তর লুক্কায়িত করাতে যেমন খেপেছেন আমি যখন প্রথম প্রথম সাইট এ এসেছিলাম তখন ও প্রচুর উত্তর লুক্কায়িত হয়েছে আমার। কিন্ত কখনো প্রশ্ন করি নাই কেন লুক্কায়িত করা হলো কেন সম্পাদনা করা হলো না। 

নিজের ভূল শিকার করে নিয়ে আজ এখানে। 


আমরা যারা প্রশাসনের দ্বায়িত্বে আছি তাদের কিন্ত ব্যাক্তিগত লাইফ আছে। তাঁরা সব সময় সাইটে সময় দিতে পারে না। তাদের লেখা পড়া সহ অন্যান্য কাজ আছে। সাইটে না আসলেও তাঁদের কিছু নয়। তাঁরা হাজার ব্যাস্ততার মাঝে আপনার কয়টা প্রশ্নের উত্তর সম্পাদনা করবে.??


সম্পাদনা আশা না করে আপনি নিজে থেকে সতর্ক হলেই এই রকম হয় না।                  


হেরাদী ফেরদৌস রাখি জ্ঞানপিপাসু ও সৌখিন একজন সাধারণ মনের মানুষ।পছন্দ করেন নিঃস্বার্থ ভাবে অপরকে সাহায্য করতে, তাইতো তিনি নার্সিং কে পেশা হিসাবে নিয়েছেন।নিজেকে জানা ও অপরকে জানানোর অদম্য ইচ্ছার প্রয়াসে অনেক টাই জড়িয়ে গেছেন ই-নলেজ এর সাথে।বর্তমানে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স & মিডওয়াইফারি ২য় বর্ষতে অধ্যায়নরত আছেন।ই-নলেজের সাথে আছেন একজন সমন্বয়ক হিসেবে।

আশা করি ই-নলেজের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন!কৌতুহল মেটাতে ই-নলেজ এর এক্সপার্টদের প্রশ্ন করে  জানাবেন, ই-নলেজ রয়েছে সবসময় আপনার পাশে।জ্ঞানীদের সাথে থেকে আপনিও নিজের জ্ঞানকে বিকাশিত করুন।


ই-নলেজ ডট কম, Enolej Query, Best Question and answer site Enolez , সেরা প্রশ্নোত্তরভিত্তিক কমিউনিটি ই-নলেজ!

উত্তর প্রদান করেছেন (জ্ঞানী) (502 পয়েন্ট)  
রাখিআপু অসাধারণ বলেছেন।। যাজাকল্লাহু খইরণ!
মন্তব্য করা হয়েছে করেছেন (পন্ডিত) (12,463 পয়েন্ট)  
আমার প্রশ্নত্তোরে কারো কিছু করতে হবেনা॥এর জন্য আমিই যথেষ্ট।তবে অন্য সদস্যদের যেন বিরক্ত না লাগে তাই প্রথমবার কোনো ভুল হলে তাকে তার ভুলের ব্যপারে সতর্ক করাই ভালো॥
মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (2,080 পয়েন্ট)  
পূনঃপ্রদর্শিত করেছেন
রবি বড়দের সম্মান করতে শিখুন।

ভূল উত্তর দিলে সতর্ক করার কোন নিয়ম নাই। 
মন্তব্য করা হয়েছে করেছেন (জ্ঞানী) (502 পয়েন্ট)  
আপু দয়াকরে ব্যক্তিগত বার্তা চেক করেন।
মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (2,080 পয়েন্ট)  
পূনঃপ্রদর্শিত করেছেন
রাখি, আপু ! অসাধারণ লিখেছেন । এজন্য ই-নলেজ এর এডমিন প্যানেলের পক্ষ থেকে আপনাকে একগুচ্ছ লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।
মন্তব্য করা হয়েছে করেছেন (গুণী) (456 পয়েন্ট)  

সংশ্লিষ্ট প্রশ্নগুচ্ছ

1 উত্তর 252 বার প্রদর্শিত
1 উত্তর 275 বার প্রদর্শিত
"অভিযোগ ও অনুরোধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন আদিব মাহমুদ (প্রতিভাবান) (7,793 পয়েন্ট)  
1 উত্তর 253 বার প্রদর্শিত
1 উত্তর 238 বার প্রদর্শিত
"সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন আল মুজাহিদ (অতিথি) (6 পয়েন্ট)  

18,556 টি প্রশ্ন

19,444 টি উত্তর

2,558 টি মন্তব্য

102,759 জন সদস্য

ই-নলেজ কুয়েরি বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট। এখানে আপনি প্রশ্ন-উত্তর করার মাধ্যমে নিজের সমস্যার সমাধানের পাশাপাশি দিতে পারেন অন্যদের সমস্যার নির্ভরযোগ্য সমাধান! বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, পড়ালেখা, ধর্মীয় ব্যাখ্যা, বিজ্ঞান বিষয়ক, সাধারণ জ্ঞান, ইন্টারনেট, দৈনন্দিন নানান সমস্যা সহ সকল বিষয়ে প্রশ্ন-উত্তর করতে পারবেন! প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে বাংলা ভাষায় উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য!
তাই আজই যুক্ত হোন ই-নলেজে আর বাড়িয়ে দিন আপনার জ্ঞানের গভীরতা...!



  1. MdAUKhan

    44 টি পরীক্ষণ কার্যক্রম



  2. ইফতেখার নাইম

    4 টি পরীক্ষণ কার্যক্রম



  3. Ai Sami

    2 টি পরীক্ষণ কার্যক্রম



  1. Ai Sami

    52 পয়েন্ট

    12 টি উত্তর

    5 মন্তব্য

    0 টি প্রশ্ন

  2. MdAUKhan

    46 পয়েন্ট

    7 টি উত্তর

    6 মন্তব্য

    2 টি প্রশ্ন

  3. AssainNetBd

    15 পয়েন্ট

    3 টি উত্তর

    0 মন্তব্য

    0 টি প্রশ্ন

  4. Sadik

    14 পয়েন্ট

    3 টি উত্তর

    0 মন্তব্য

    0 টি প্রশ্ন

  5. Otibachok

    11 পয়েন্ট

    1 উত্তর

    0 মন্তব্য

    0 টি প্রশ্ন

...