এটা হবে না?
মানসম্মত উত্তরের ক্ষেত্রে চিরকালীন বা সাময়িক শ্রেষ্ঠ/সর্বোত্তম/অনন্য উত্তর
কিছু উত্তর আছে চিরকালের জন্য সঠিক, আবার কিছু উত্তর আছে সাময়িকভাবে সঠিক। এটার জন্য আমি চাচ্ছিলাম যে, যে উত্তর চিরকালের জন্য সঠিক সে উত্তর চিরকালীন সর্বোত্তম চিহ্নিত করার ব্যবস্থা এবং যে উত্তর সাময়িক সঠিক সে উত্তর স্বাভাবিক সর্বোত্তম উত্তর চিহ্নিত করা। শুধুমাত্র প্রশাসক ব্যতীত অন্যকেউ, এমনকী পরিচালক বা সমন্বয়কও চিরকালীন সর্বোত্তম উত্তর চিহ্নিত উত্তর অচিহ্নিত করতে পারবে না।