করোনা ভাইরাসের প্রভাবে পুরো পৃথিবী এখন বিপর্যস্ত।
বর্তমানে বাংলাদেশও করোনা ভাইরাসের প্রভাব ভয়াবহ আকার ধারণ করেছে।
করোনা ভাইরাস থেকে একমাত্র আল্লাহ সুবহানা ওয়াতালাই পারেন আমাদের সকলকে রক্ষা করতে। তবে, করোনা ভাইরাসের প্রভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তার পরেও কিছু করণীয় রয়েছে যেমন:-
-
১.সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে অর্থ্যাৎ একে অন্যের থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
-
২.কিছুক্ষণ পর পর স্যানিটাইজার বা যেকোনো সাবান দিয়ে কম পক্ষে ২০ সেকেন্ড যাবত হাত ধুতে হবে।
-
৩.জনসমাগমপূর্ণ স্থানে যাও যাবে না তবে যদি যেতেই হয় তাহলে সতর্কতার সহিত মুখে মাক্স পরে যেতে হবে।
-
৫.হাঁচি কাশি দেওয়ার সময় মুখ হাত, রুম বা টিস্যু দিয়ে ডাকতে হবে।
এটা বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশনা।
তবে, আমি বলবো করোনাভাইরাস থেকে মুক্তির পথ একটাই, আল্লাহর ইবাদত করা। অর্থ্যাৎ পাঁচ ওয়াক্ত সলাত আদায় করা, নফল সিয়াম রাখা এবং আল্লাহর প্রতি ধৈর্য রেখে বেশি করে দোওয়া করা।
ওজুর দ্বারা সারাক্ষণ পবিত্র থাকার চেষ্টা করা। কারন ওজুর থেকে বড় কোনো স্বাস্থ্যবিধি আমার জানা নেই...
জামিনুল রেজা ওরফে জামি আহমাদ জ্ঞানপিপাসু ও সৌখিন একজন সাধারণ মনের মানুষ। পছন্দ করেন নিঃস্বার্থ ভাবে অপরকে সাহায্য করতে।নিজেকে জানা ও অপরকে জানানোর অদম্য ইচ্ছার প্রয়াসে অনেক টাই জড়িয়ে গেছেন ই-নলেজ এর সাথে।বর্তমানে তিনি দশম শ্রেণিতে অধ্যয়নরত।জ্ঞান বিনিময়ের এই বিশাল প্লাটফর্মে নিরন্তর প্রচেষ্টায় জ্ঞান অন্বেষণে কাজ করে যাচ্ছেন একজন পরিদর্শক হিসেবে।