প্রকাশিত হলো এ মাসের (এপ্রিল - ২০২০) সম্মানী বিজয়ীর তালিকা!!!
১ম বিজয়ীঃ "আদিব মাহমুদ"।
২য় বিজয়ীঃ " Rahim"।
স্পেশাল সম্মানীঃ "জামিনুল রেজা"।
★ আদিব মাহমুদ এ মাসের নলেজ গুরুর তালিকায় শীর্ষে থাকায় তাকে ১ম করা হয়েছে।
★★ এ মাসের নলেজ গুরুর তালিকায় 'নুর আলম' ২য় অবস্থানে থাকা সত্বেও তাকে ২য় করা হয় নি। কারন তিনি শুধু এ মাসেই কার্যক্রম করেছেন। তবে তার প্রশ্নোত্তরের মান যথেষ্ট ভালো ছিল। অপরদিকে Rahim ই-নলেজে আগে থেকেই কার্যক্রম করেন। তার প্রশ্নোত্তরের মানও ভালো ছিল তাই সব দিক বিবেচনা করে তাকে ২য় করা হয়েছে।
★★★ নোটিশ বোর্ডে স্পেশাল সম্মানীর কথা না জানিয়ে থাকলেও এ মাসে জামিনুল রেজা আমাদের পক্ষ থেকে এ মাসে স্পেশাল সম্মানী পাচ্ছেন। এটি আমাদের প্রশাসন বোর্ড থেকে ছোট্ট একটি গিফট। কারণ তিনি ই-নলেজের সাথে প্রথম থেকেই এবং সবসময় ছিলেন। এমনও এক সময় ছিল যখন ই-নলেজে একাই কার্যক্রম করে গেছেন।
তাই জামিনুল রেজা ই-নলেজের কাছে সব সময় একজন বিশেষ একজন সদস্য।
N.B. নোটিশ বোর্ডের কথা মতো পেমেন্ট বিকাশ ও ফ্লেক্সিলোড এর মাধ্যমে নিতে পারবেন। সম্মানী বিজয়ীরা বিকাশ নাম্বার অথবা ফোন নাম্বার সহ উত্তর প্রদান করতে পারেন। প্রশাসকের সাথেও প্রাইভেটলি যোগাযোগ করতে পারেন।
আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে উত্তরে প্রকাশ করতে পারেন।
আব্দুল্লাহ আল মাসুদ মহা প্রশাসক হিসেবে ই-নলেজ এর সাথে আছেন। অপরকে সাহায্য করতে খুব ভালোবাসেন।বর্তমানে তিনি একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। স্বপ্ন দেখেন একজন ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার। স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন ই-নলেজের সাথে। তাই তিনি সকলের কাছে দোয়া প্রার্থী .....!