কম্পিউটারিং, মানে কম্পিউটার বিষয়ক যেমন প্রোগ্রামিং, ওয়েবসাইট এসব বিষয়ে ভালো লাগে।
আবার অনেক সময় এসব বাদ দিয়ে মজার মজার জ্ঞান বিজ্ঞানের বই পড়তে ভালো লাগে।
কখনো কখনো এসব কিছুই ভালো লাগে না।খেলতে, ঘুরতে মন চায়।তবে এমনিতে আমি খেলতে পছন্দ করিনা, যেমনঃ ক্রিকেট, ফুটবল।অবশ্য এসব মুটামুটি ভালোই খেলতে পারি।তবে আমার কাবাডি, ব্যাডমিন্টন, ১৬ গুটি, ৩ গুটি এসব খেলা ভালো লাগে।
সবসময় এসব খেলতে মন চায় না মাঝে মাঝে। মানে আমি বহু রুপি, আসলে বহুরুপি না। মানে আমার একেক সময় একেক কিছু ভালো লাগে। বেশীরভাগ কম্পিউটার তবে ইদানিং কম্পিউটার চালাতে মন চায় না, এখন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করছি বেশী, তবে কয়েকদিন পর এসব আর মন চাইবে না।
কম্পিউটার বা অন্য কিছুতে বেশী ভালো লাগবে।
বলতে পারেন আমি আজব এক লোক।
ভবিষ্যতে অনেক পরিকল্পনা আছে যে, ভালো কিছু একটা করবো।আপনাদের নিকট দোয়া প্রার্থী...!
মোঃ আশরাফ উদ্দিন খান ই-নলেজ ডট কমের প্রতিষ্ঠাতা। খানিকটা অস্তিত্বের তাগিদে আর দেশের জন্য বাংলা ভাষায় কিছু করার উদ্যোগে ২০১৯ সালে তার হাত ধরেই যাত্রা শুরু করে ই-নলেজ ডট কম। বর্তমানে(২০২১) তিনি ৯ম শ্রেণীতে অধ্যয়নরত। আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।