CSE এর পূর্ণরুপ হচ্ছে Computer Science and Engineering.. অর্থ্যাৎ CSE নিয়ে পড়লে আপনি একজন কম্পিউটার বিষয়ে দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারবেন।। আর ভালো কোনো ইউনিভার্সিটিতে CSE নিয়ে পড়লে ভবিষ্যতে আপনি সরকারি, বেসরকারি, কোম্পানি, এনজিও ও বিভিন্ন ব্যাংক এ আইটি অফিসার, প্রোগ্রামার ও সিস্টেম এনালিস্ট পদে চাকরির সুযোগ পেতে পারেন।।
জামিনুল রেজা ওরফে জামি আহমাদ জ্ঞানপিপাসু ও সৌখিন একজন সাধারণ মনের মানুষ। পছন্দ করেন নিঃস্বার্থ ভাবে অপরকে সাহায্য করতে।নিজেকে জানা ও অপরকে জানানোর অদম্য ইচ্ছার প্রয়াসে অনেক টাই জড়িয়ে গেছেন ই-নলেজ এর সাথে।বর্তমানে তিনি দশম শ্রেণিতে অধ্যয়নরত।জ্ঞান বিনিময়ের এই বিশাল প্লাটফর্মে নিরন্তর প্রচেষ্টায় জ্ঞান অন্বেষণে কাজ করে যাচ্ছেন একজন পরিদর্শক হিসেবে।