ভালোবাসা সবার জন্যে। তাই ভালোবাসা দিবসও সবার জন্য। যদিও ভালাবাসার জন্য আলাদা কোনো দিনক্ষণ লাগে না! প্রতিটি দিনই ভালোবাসার জন্য।
প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, বন্ধু-বান্ধব ইত্যাদির জন্যই শুধু ভালোবাসা দিবস নয়! তার চাইতেও বড় ভালোবাসা হলো বাবা-মা। যতরকম ভালোবাসা আছে, আপনি যাকে ভালোবাসেন তাকে নিয়েই ভালোবাসা দিবস উৎযাপন করতে পারেন। বাবা-মার সাথেই ভালোবাসা দিবস পালন করাই উত্তম।
কিন্তু আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে ভালোবাসা দিবস শুধু প্রেমিক-প্রেমিকাদের জন্য! প্রেমিক-প্রেমিকার ভালোবাসা ছাড়া আর কোনো ভালোবাসা নাই? সব রকম ভালোবাসার জন্যই ভালোবাসা দিবস।
আমি Zoom Bangladesh School এর একজন ভলান্টিয়ার! Zoom Bangladesh থেকে প্রতি বছর ভালোবাসা দিবসে Love For All (সবার জন্য ভালোবাসা) নামে একটি প্রোগ্রাম করা হয়! এই প্রোগ্রামে বিভিন্ন শ্রেনীর মানুষ বিশেষ করে দিন-মজুর যেমন রিক্সাচালক, ভ্যানচালক, এতিম, ভিক্ষুক দের হাতে একটি করে ফুল হাতে দিয়ে ভালোবাসা বিনিময় ও শুভেচ্ছা জানানো হয়! এটাই হলো আসল ভালোবাসা! প্রত্যেকটা ভালোবাসা দিবস এমনভাবেই কাটানো উচিত বলে আমি মনে করি!
তাই ভালোবাসা দিবস শুধু প্রেমিক-প্রেমিকাদের মধ্যে আবদ্ধ নয়! ভালোবাসা দিবস সবার জন্য!
আব্দুল্লাহ আল মাসুদ ই-নলেজ এ দীর্ঘদিন যাবত প্রশাসক হিসেবে যুক্ত ছিলেন। সম্প্রতি ই-নলেজ ইনকাম সোর্স এবং কিছু জটিলতার কারণে তিনি ২৬শে এপ্রিল ২০২২-এ ই-নলেজ ত্যাগ করেন এবং ই-নলেজ ফাউন্টেন এর একটি এসইও সেবা স্ব-ইচ্ছায় তার অধীনে নিয়ে নেন এবং নিজের নতুন এক কোম্পানির বলে দাবি করেন।তিনি ২০২২ সালের একজন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
আশা করি ই-নলেজের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন!আর কোন প্রশ্ন থাকলে, ই-নলেজ এর এক্সপার্টদের প্রশ্ন করে জানাবেন, ই-নলেজ রয়েছে সবসময় আপনার পাশে।
ই-নলেজ ডট কম, Enolez ask, Best Question and answer site Enolez , সেরা প্রশ্নোত্তরভিত্তিক কমিউনিটি ই-নলেজ!