ই-নলেজ অতিক্রম করলো লক্ষাধিক সদস্যের এক বিশাল মাইলফলক!বিস্তারিত...
person
!
প্রোফাইল আপডেট

ইউনিক আইডি (Unique ID) কি এবং কেন?

-:বিজ্ঞাপনের স্থান:-
ই-নলেজ এ বিজ্ঞাপন দিতে চান? - যোগাযোগ করুন।
"শিক্ষা প্রতিষ্ঠান" বিভাগে জিজ্ঞাসা করেছেন  
পূনঃতকমাযুক্ত করেছেন
বর্তমান ২০২১ আপডেট এ ছাত্রছাত্রীদের জন্য কি অনলাইন,  ইউনিক আইডি UID এসব কি শুনছি, বিস্তারিত এ ব্যাপারে কেউ বলবেন?বিস্তারিত জানতে চাই।
প্রশ্নের সংকেত- ইউনিক আইডি (Unique ID) কি এবং কেন?

ইউনিক কার্ড... আমার জন্ম নিবন্ধন অনলাইন টাইপিং ভেরিফাই। কিন্তু আমার স্যার বলছে বাংলাই লেখা জন্ম নিবন্ধনে হবে না ইংরেজি লাগবে। এখন কী আবার ইংরেজিতে করতে হবে?
মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (1,806 পয়েন্ট)  
সব জায়গাতেই তো বাংলাতেই নিচ্ছে! আপনাদের ওখানে কিভাবে ইংরেজি চায়?
মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (4,111 পয়েন্ট)  
আর তাছাড়া ইংরেজীতে চাইলে ইংরেজীতে দিবেন।সমস্যা কি।
মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (3,495 পয়েন্ট)  
হয়তো স্যারের মাথাটা একটু বেশি ভাবে। তাহলে কী আবার একটা নতুন করা লাগবে? আর আরেকটা কথা আমার নিবন্ধন সব কিছু টাইপিং করা কিন্তু অনলাইনে পাচ্ছিনা তার মানে কী অনলাইনে ফেরিভাই করা হয়নি? আবার নতুন করা লাগবে?
মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (1,806 পয়েন্ট)  
হুম ভাই!৷ আবার সব নতুন করে করে করতে হবে! প্রথমে আপ

আপনার বাংলা জন্ম-নিবন্ধবন টি অনলাইন করুন! তারপর সেটার তথ্যগুলো হুবহু নিয়ে একটি ইংরেজি জন্ম-নিবন্ধন তৈরি করুন! 

ব্যাস! 
মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (4,111 পয়েন্ট)  

1 উত্তর

3 পছন্দ 0 অপছন্দ
ইউনিক আইডি কি এবং কেন?

⛔বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত জাতীয়তা  সনদের  মতো  প্রত‍্যেক শিক্ষার্থীকে  একটি  ডিজিটাল কার্ড  ( প্লাস্টিকের এটি এম/ স্মার্ট কার্ডের মতো ) দেওয়ার  সিদ্ধান্ত  নিয়েছেন শিক্ষা মন্ত্রনালয়। শিক্ষার্থীদের জন্য নতুন একটি সার্ভার/ওয়েভসাইট হতে প্রাপ্ত অটোমেটিক একটি নম্বর(একাধিক নম্বর সংবলিত) বা পরিচয় আইডি। যা শিক্ষার্থীদের সমগ্র শিক্ষা জীবনে জাতীয়ভাবে একটি পরিচয় বহন করবে। যাহা পরবর্তিতে ভোটার তালিকায় (যারা ভোটার হয়নি) এসকল তথ্য সংযোজিত হবে।

⛔ এটি আপাতত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের যষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত।

⛔ এই আই ডি কার্ড টিতে ডিজিটাল ভাবে শিক্ষার্থীর যাবতীয় তথ‍্য পাওয়া যাবে।এই আই ডি কার্ড টির নাম ইউনিক আই ডি বা (UID) এই আইডিতে প্রত‍্যেক শিক্ষার্থীর  জন‍্য  আলাদা  একটা  রোল  নম্বর থাকবে।  

এই রোল নম্বরটি সারাজীবন প্রত‍্যেক   ক্লাসে ব‍্যবহার  করতে  হবে এবং একই থাকবে ।  

এখন  থেকে ক্লাসে কোন রোল  এক,  দুই , তিন থাকবে না। 

এটা হবে বিশাল বড় একটা রোল নম্বর যেটা মোবাইল নম্বরের  মতো। 

⛔এই কাজ টি করার জন‍্য চার পৃষ্ঠার একটা  ফরম  পূরণ  করে  অতি দ্রুত স্কুলে জমা  দিতে হবে। 

প্রত্যকে প্রতিষ্ঠানে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। তাই, প্রয়োজনীয় কাগজ পত্র রেডি করে যত দ্রুত সম্ভব তথ্য ফরম নির্ভূলভাবে যাচাই করে জমা দিন।

⛔এখানে সমস্যা হতে পারে শুধু জন্মনিবন্ধন নিয়ে। 

কারণ, যাদের হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ আছে বা ডিজিটাল (অনলাইন ভেরিফাইড) করা নেই। সেটি গ্রহণযোগ্য হবে না। অবশ্যই ডিজিটাল জন্ম সনদ লাগবে অর্থাৎ, অনলাইনে সার্চ দিলে পাওয়া যায় এমন জন্মনিবন্ধন (কম্পিউটার টাইপিং) করা থাকতে হবে।যাদের জন্মনিবন্ধন অনলাইন করা নাই। তারা শীঘ্রই করে নিবেন । লক্ষণীয় যে, অনলাইন জন্ম নিবন্ধন ১৭ ডিজিটের হয়, অনেকের জন্ম নিবন্ধন ১৭ ডিজিটের ঠিকই, কিন্তু অনলাইনে নেই, এমনটি হলে হবে না।

আর একটা কথা রাখতে হবে, ছবির ব্যাকগ্রাউন্ড  অবশ‍্যই  সাদা হতে হবে।

⛔প্রয়োজনীয় কাগজ পত্রঃ

শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদানের জন্য প্রোফাইল ও ডাটাবেজ করতে নিম্নের ডকুমেন্ট দ্রুতসময়ে সংগ্রহে রাখতে হবে।অবহেলা করলে সমস্যা হবে।

১.দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ এর ছবি সাদা ব্যাকগ্রাউন্ড দুই চোখ,দুই,কান দেখা যায় এমন স্পষ্ট ছবি।

২.শিক্ষার্থীর অনলাইন জন্ম সনদ (হাতে লেখা হবে না)অনলাইন লাগবে।

৩.পিতা-মাতার এন আইডি কার্ড অথবা জন্ম সনদ এর ফটোকপি। অপর পৃষ্ঠায় স্ব স্ব মোবাইল নম্বর লিখতে হবে।

৪.শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করে রিপোর্টে এর ফটোকপি (যদি থাকে)।

৫.পিতা মাতা মৃত হলে অভিভাবকের NID লাগবে। অপর পৃষ্ঠায় নাম মোবাইল নম্বর লিখে দিবেন।

⛔রক্তের গ্রুপ প্রমাণের জন‍্য মেডিকেল বা প‍্যাথলজি সার্টিফিকেট লাগবে (যদি না থেকে তবে প্রয়োজন নেই), তবে  ফরমে উল্লেখিত সকল তথ্য প্রদান করাই উত্তম।

♦ অনলাইনকৃত যাবতীয় তথ্যাবলী (যেমনঃ NID, জন্ম নিবন্ধন) ইত্যাদি ভেরিফাইড মানে যাচাই করে তথ্য আপলোড করা হবে। অতএব, এখানে ভূয়া কোন কাগজপত্রাদি প্রদর্শন করা যাবে না।

মোঃ আশরাফ উদ্দিন খান ই-নলেজ এর প্রতিষ্ঠাতা। খানিকটা অস্তিত্বের তাগিদে আর দেশের জন্য বাংলা ভাষায় কিছু করার উদ্যোগে ২০১৯ সালে তার হাত ধরেই যাত্রা শুরু করে ই-নলেজ ডট কম।তিনি এসএসসি ব্যাচ-২০২৩ এর জিপিএ-৫ বৃত্তিপ্রাপ্ত একজন কৃতি শিক্ষার্থী। আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।

আশা করি ই-নলেজের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন!কৌতুহল মেটাতে ই-নলেজ এর এক্সপার্টদের প্রশ্ন করে  জানাবেন, ই-নলেজ রয়েছে সবসময় আপনার পাশে।জ্ঞানীদের সাথে থেকে আপনিও নিজের জ্ঞানকে বিকাশিত করুন।


ই-নলেজ ডট কম, Enolej Query, Best Question and answer site Enolez , সেরা প্রশ্নোত্তরভিত্তিক কমিউনিটি ই-নলেজ!

উত্তর প্রদান করেছেন (বিশারদ) (3,495 পয়েন্ট)  
শুনলাম এটা বাতিল দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি হয়েছে।এটা কতটুকু সত্য?
মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (1,052 পয়েন্ট)  
ভূল। এটা বাতিল করা হয় নি। বরং আপাতত এটা স্থগিত রাখা হয়েছে। বলা হয়েছে, এই মহামারিতে ইউনিক আইডির জন্য শিক্ষার্থীরা তাদের স্কুল কলেজে ভীড় করলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুকি আছে। তাই এটা স্থগিত করা হয়েছে। স্কুল কলেজ খুলার পর এই কার্যক্রম আবার শুরু হবে। ইউনিক আইডি প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য আবশ্যক!
মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (4,111 পয়েন্ট)  

সংশ্লিষ্ট প্রশ্নগুচ্ছ

1 উত্তর
"অভিযোগ ও অনুরোধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন আদিব মাহমুদ (প্রতিভাবান) (7,793 পয়েন্ট)  
1 উত্তর
"শিক্ষা প্রতিষ্ঠান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Abir Aryan (অতিথি) (6 পয়েন্ট)  

18,564 টি প্রশ্ন

19,454 টি উত্তর

2,560 টি মন্তব্য

102,781 জন সদস্য

ই-নলেজ কুয়েরি বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট। এখানে আপনি প্রশ্ন-উত্তর করার মাধ্যমে নিজের সমস্যার সমাধানের পাশাপাশি দিতে পারেন অন্যদের সমস্যার নির্ভরযোগ্য সমাধান! বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, পড়ালেখা, ধর্মীয় ব্যাখ্যা, বিজ্ঞান বিষয়ক, সাধারণ জ্ঞান, ইন্টারনেট, দৈনন্দিন নানান সমস্যা সহ সকল বিষয়ে প্রশ্ন-উত্তর করতে পারবেন! প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে বাংলা ভাষায় উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য!
তাই আজই যুক্ত হোন ই-নলেজে আর বাড়িয়ে দিন আপনার জ্ঞানের গভীরতা...!



  1. MdAUKhan

    56 টি পরীক্ষণ কার্যক্রম



  2. Enolej Official Team

    6 টি পরীক্ষণ কার্যক্রম



  3. ইফতেখার নাইম

    4 টি পরীক্ষণ কার্যক্রম



  1. MdAUKhan

    54 পয়েন্ট

    9 টি উত্তর

    7 মন্তব্য

    2 টি প্রশ্ন

  2. Ai Sami

    52 পয়েন্ট

    12 টি উত্তর

    5 মন্তব্য

    0 টি প্রশ্ন

  3. Miraj Mustafa

    21 পয়েন্ট

    6 টি উত্তর

    0 মন্তব্য

    1 প্রশ্ন

  4. Enolej Official Team

    16 পয়েন্ট

    2 টি উত্তর

    1 মন্তব্য

    2 টি প্রশ্ন

  5. AssainNetBd

    15 পয়েন্ট

    3 টি উত্তর

    0 মন্তব্য

    0 টি প্রশ্ন

...