গণিত মানেই লজিক আর এই লজিক অন্য ফিল্ডের তুলনায় প্রোগ্রামিং বা ইঞ্জিনিয়ারিং এ খুব বেশি লাগে। তাই আমি নিশ্চিতভাবে বলতে পারি, উচ্চতর গণিত না নিলে একমাত্র ইঞ্জিনিয়ারিং এর রাস্তা আপনার জন্য বন্ধ।
তবে ডাক্তার হতে পারবেন। এতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। গণিতের সম্পর্ক নেই এমন অনেক কিছুই হওয়া যাবে। যেমন - কৃৃষি অফিসার।