"বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়" প্রথম বার গঠিত হয়, ১৯৯৩ সালের ১৪ ই আগস্ট। তবে ২০০২ সালের ১১ ই এপ্রিল এই নাম পরিবর্তন করে "বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণায়" রাখা হয়। কিন্তু এই নামটিও খুব বেশি দিন স্থায়ী হয়নি কারন ২০১১ সালের ৪ ঠা ডিসেম্বর নামটি পুণরায় পরিবর্তন করে "বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণায়" নামকরণ করা হয়।
জামিনুল রেজা ওরফে জামি আহমাদ জ্ঞানপিপাসু ও সৌখিন একজন সাধারণ মনের মানুষ। পছন্দ করেন নিঃস্বার্থ ভাবে অপরকে সাহায্য করতে।নিজেকে জানা ও অপরকে জানানোর অদম্য ইচ্ছার প্রয়াসে অনেক টাই জড়িয়ে গেছেন ই-নলেজ এর সাথে।বর্তমানে তিনি দশম শ্রেণিতে অধ্যয়নরত।জ্ঞান বিনিময়ের এই বিশাল প্লাটফর্মে নিরন্তর প্রচেষ্টায় জ্ঞান অন্বেষণে কাজ করে যাচ্ছেন একজন পরিদর্শক হিসেবে।