আমি দশম শ্রেণির বিজ্ঞান শাখার একজন ছাত্র। পড়ি 'লক্ষ্মীপুর স্কুল ও কলেজ , গাইবান্ধা,-য় । পিএসসি ও জেএসসিতে আল্লাহ, মা-বাবা, শিক্ষকের অশেষ দোয়া ও নিজের দৃঢ় প্রচেষ্টায় 'গোল্ডেন এ+' পেয়েছি। ভবিষ্যতেও এই রেজাল্ট অক্ষুণ্য রাখতে বাবা-মার কাছে আমি প্রতিশ্রুতি বদ্ধ। আশা আছে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হবো। বাবা-মার কাছে করা প্রতিশ্রুতি রক্ষা করে আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তার জন্য আপনাদের সকলের কাছে দোয়াপ্রার্থী।
আব্দুল্লাহ আল মাসুদ মহা প্রশাসক হিসেবে ই-নলেজ এর সাথে আছেন। অপরকে সাহায্য করতে খুব ভালোবাসেন।বর্তমানে তিনি একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। স্বপ্ন দেখেন একজন ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার। স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন ই-নলেজের সাথে। তাই তিনি সকলের কাছে দোয়া প্রার্থী .....!