আপনি যখন কোন উত্তর না পাচ্ছেন তখন সেটাকে বাম্প করবেন।
বাম্প করলে প্রশ্নের উত্তর পাবার সম্ভাবনা বৃদ্ধি পায়। আর এটাই হলো বাম্পের কাজ। আর বাম্প সাম্প্রতিক কার্যক্রমে আপনার বাম্প করা প্রশ্ন নিয়ে আসবে।
প্রশ্ন বাম্প করার ক্ষেত্রে কিছু শর্ত আছে...
শর্তঃ
-
নির্দিষ্ট সময় পর পর বাম্প করতে পারবেন।
-
বাম্প করলে এক পয়েন্ট কাটা যাবে।
-
যেকারো প্রশ্নতেই বাম্প করা যাবে, তবে অন্যের প্রশ্ন বাম্প করে নিজের প্রশ্ন তাৎক্ষণিক বাম্প করতে পারবেন না।
আর এটা করলে প্রশ্নের উত্তরের সম্ভাবনা বৃদ্ধি পাবে।
মোঃ আশরাফ উদ্দিন খান ই-নলেজ ডট কমের প্রতিষ্ঠাতা। খানিকটা অস্তিত্বের তাগিদে আর দেশের জন্য বাংলা ভাষায় কিছু করার উদ্যোগে ২০১৯ সালে তার হাত ধরেই যাত্রা শুরু করে ই-নলেজ ডট কম। বর্তমানে(২০২১) তিনি ৯ম শ্রেণীতে অধ্যয়নরত। আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।