সদস্য হিসেবে সকলেই খুব ভালো।
সকলেই নিজ নিজ কার্যক্রম দ্বারা ই নলেজকে এগিয়ে নিয়ে যাচ্ছে।এভাবে হয়তো একদিন ই নলেজ সফলতা দ্বার প্রান্তে পৌঁছে যাবে।তাই,নিঃসেন্দহ সকলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাপক।তাদের ছাড়া সাইটটি অসম্পূর্ণ ও মূল্যহীন। অতএব,সকল সদস্যই এই সাইটের প্রাণভোমরা।
পরিশেষে,সকলেই আমার কাছে অনেক প্রিয়।
তবে, মহা প্রশাসক আশরাফ ভাইয়া সাইটটি সুন্দরভাবে তৈরির বিষয়টি খুব ভালো লাগল।
তবে,"মাসুদ ভাইয়া" এই সাইটের জন্য নিবেদিত দেখে খুব ভালো লাগল।
এবং "আমরিন সুলতানা" কথা না বললেই নয়!!!
"আদিব ভাইয়া" ও ভালো।
বাকিদের ওতটা চিনিনা।তাই কারো নাম বললাম না।(কেউ কিছু মনে করবেননা।)