1. প্রথমত আপনাকে ভালো কার্যক্রম করতে হবে। ভালো কার্যক্রম বলতে মানসম্মত উত্তর প্রদান, ভূল বা নীতিমালা লঙ্ঘিত কোনো কার্যক্রম দেখলে তা বিশেষ সদস্যদের জানানো, ভূল বা নীতিমালা বহির্ভূত কোনো উত্তর-প্রশ্ন-মন্তব্য দেখতে পেলে তাতে সতর্ক বা ধ্বজা প্রয়োগ করা, ভালো উত্তরে ভোট প্রদান করা, সঠিক উত্তরকে সর্বোত্তম হিসেবে নির্বাচন করা ইত্যাদিকে বোঝায়।
2.নিয়মিত অ্যাকটিভ থাকা। এটা খুব জরুরী।
3. সবার সাথে ভালো ব্যবহার করা।
4. নীতিমালা বহীর্ভৃত কোনো কার্যক্রম না করা।
আব্দুল্লাহ আল মাসুদ ই-নলেজ এ দীর্ঘদিন যাবত প্রশাসক হিসেবে যুক্ত ছিলেন। সম্প্রতি ই-নলেজ ইনকাম সোর্স এবং কিছু জটিলতার কারণে তিনি ২৬শে এপ্রিল ২০২২-এ ই-নলেজ ত্যাগ করেন এবং ই-নলেজ ফাউন্টেন এর একটি এসইও সেবা স্ব-ইচ্ছায় তার অধীনে নিয়ে নেন এবং নিজের নতুন এক কোম্পানির বলে দাবি করেন।তিনি ২০২২ সালের একজন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
আশা করি ই-নলেজের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন!আর কোন প্রশ্ন থাকলে, ই-নলেজ এর এক্সপার্টদের প্রশ্ন করে জানাবেন, ই-নলেজ রয়েছে সবসময় আপনার পাশে।
ই-নলেজ ডট কম, Enolez ask, Best Question and answer site Enolez , সেরা প্রশ্নোত্তরভিত্তিক কমিউনিটি ই-নলেজ!