আমাদের স্কুলটি পিএসসি মডেল টেষ্ট পরীক্ষার কেন্দ্র ছিল, তাই প্রতিবার বেশ কয়েকটি সেন্টার থেকে সেখানে পরীক্ষা দিতে আসতো, আর পাশের গ্রাম থেকে পরীক্ষা দিতে আসতো মেয়েটি আর সে ছিল তাদের স্কুলের ফার্স্ট গার্ল। তাই প্রথম মডেল টেষ্টের ১ম দিন তার সাথে পরিচিত হতে গিয়ে তার সাথে এক্সিডেন্টালি এমন ভাবে দেখা হয় যে, সে আমাকে দেখে হেসে ফেলে আর আমিও তাকে দেখে একেবারেই ফিদা হয়ে যাই। আসলে প্রথমবার দেখে আমার তাকে খুব ভাল লাগে, তাই তাকে ভালো না বেসে পারিনি মানে লাভ এট ফার্স্ট সাইট। সে আসে রিকশায় করে আর আমি হেঁটেই যেতাম। যে সময় সে প্রতি দিন আসে আমিও ঠিক সে সময়-ই বেরোতাম। তাই যাওয়ার পথে তার সাথে রোজ দেখা হতো আর সে আমার দিকে ঘুরে ঘুরেও তাকাতো আর হাসতো। সে রুমে প্রবেশ করার পর আর বেরোতো না। তার বান্ধবী বেরোতো, তাই আমি তার থেকে জানতে চাই যে, তোমার বান্ধবীর নাম কি? সে শুধু হাসে কিছু বলে না তখন আমি বলি দেখ নাম বলতে হবে না, শুধু তাকে বলে দিও আমি তাকে ভালোবাসি। সে গিয়ে তাকে বলে কিন্তু এতে সে না হ্যা বলে আর না অভিযোগ করে। এভাবে ১ম,২য় ও ৩য় টেষ্ট কেটে যায় কিন্তু সম্পর্কটা আর পূর্ণতা পায়নি অপূর্ণই রয়ে যায়। তার পর থেকে এসব নিয়ে ভাবি না ।।
জামিনুল রেজা ওরফে জামি আহমাদ জ্ঞানপিপাসু ও সৌখিন একজন সাধারণ মনের মানুষ। পছন্দ করেন নিঃস্বার্থ ভাবে অপরকে সাহায্য করতে।নিজেকে জানা ও অপরকে জানানোর অদম্য ইচ্ছার প্রয়াসে অনেক টাই জড়িয়ে গেছেন ই-নলেজ এর সাথে।বর্তমানে তিনি দশম শ্রেণিতে অধ্যয়নরত।জ্ঞান বিনিময়ের এই বিশাল প্লাটফর্মে নিরন্তর প্রচেষ্টায় জ্ঞান অন্বেষণে কাজ করে যাচ্ছেন একজন পরিদর্শক হিসেবে।