...
ই-নলেজ অতিক্রম করলো লক্ষাধিক সদস্যের এক বিশাল মাইলফলক!বিস্তারিত...

সময় এর বিপরীত শব্দ?

"মাধ্যমিক পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন  
সম্পাদিত করেছেন
270 বার প্রদর্শিত

লিংক কপি হয়েছে!



2 উত্তর

1 টি পছন্দ 0 অপছন্দ
  সময় হচ্ছে একটি চলমান রাশি ।

  এর বিপরীত অর্থ জানতে হলে এমন একটি অচল রাশি এর কথা চিন্তা করতে হবে যাহা সময়ের বিপরীত মুখী গুণ অথবা বিরোধী গুণ সম্পন্ন হতে হবে।

  কিন্তু এধরনের কোন কিছু আছে বলে জানা যায় নি।

  সময় সমন্ধে বৈজ্ঞানিকেরা কিছু তথ্য দিয়েছেন যেগুলো আমাদের মতো লোকের কাছে আজব ব্যাপার মনে হয়।

 যেমন:- (১) সময় হচ্ছে আপেক্ষিক । অর্থাৎ পিরামিড এর উপর বসা ব্যাক্তির সময় ধীর গতিতে চলে আর পিরামিড এর নীচে বসা ব্যাক্তির সময় দ্রুত গতিতে চলে।

 (২) সময় নিশ্চল হতে পারে। ব্লেক হোল এর ভেতরে সময় চলে না। সেখানে সময় নিশ্চল।

  (৩) সময় এর গতিপথ বক্র। পৃথিবী গ্রহ নক্ষত্র সমুদ্র এইসব জায়গায় সময় এর গতিপথ বক্র। বিভিন্ন মহাকর্ষীয় শক্তি চুম্বক শক্তি এই গতিপথ কে বক্র করে দেয়। এতে সময়ের হের ফের হয় ।

   কিন্তু বৈজ্ঞানিকদের এই তথ্য থেকে যে প্রশ্নটি মাথায় আসছে তা হলো, সময় নিশ্চল হয়ে কত বৎসর আছে? 

এই হিসাব করতে ও তো সময়ের হিসেব দরকার। তাহলে সময় নিশ্চল হচ্ছে কোথায়? 

    "বিস্তৃতি, সময় ও ঈশ্বর" এই তিনটি মানুষের জ্ঞানের পরিধি এর বাইরে।

   একটি সরলরেখা আকাশের উপরের দিকে টানতে থাকুন। এটি বায়ুমণ্ডল মহাকাশ পার হয়ে গেলেও আরো উপরের দিকে টানতে পারবেন। এই বিস্তৃতি এর শেষ নেই।

  সময় কখন থেকে চালু হয়েছে, কত দিন অচল ছিল, কখন আবার অচল হবে তা মানুষের জ্ঞানের পরিধি এর বাইরে।

   ঈশ্বর নিরাকার, রূপ রস গন্ধ এবং বিকৃতি ঈশ্বর এর নেই। এই অবস্থার কল্পনা বা জ্ঞান মানুষের জ্ঞানের পরিধি এর বাইরে।

   ভালো সময়, খারাপ সময়, সঠিক সময়, ভূল সময়, উপযুক্ত সময়, অসময় এগুলো মানুষের নিজের অবস্থা বর্ণনা করে মাত্র। এটা সময়ের বর্ণনা নয়।

   ভালো সময় একজনের কিন্তু ঐ সময়টাই আরো একজনের কাছে খারাপ সময়। 
উত্তর প্রদান করেছেন (নবীন) (19 পয়েন্ট)  
0 পছন্দ 0 অপছন্দ
"সময়" এর বিপরীত শব্দ নির্ভর করে আপনি "সময়" কে কোন অর্থে ব্যবহার করছেন তার উপর।

কিছু সম্ভাব্য বিপরীত শব্দ:

অসময়: যখন সময় উপযুক্ত নয়।

স্থায়ী: যখন কিছু চিরকাল ধরে থাকে।

শাশ্বত: যখন কিছু অনন্তকাল ধরে থাকে।

অনির্দিষ্ট: যখন কিছুর সময় নির্ধারণ করা হয়নি।

অতীত: যখন কিছু বর্তমানের আগে ঘটেছে।

ভবিষ্যৎ: যখন কিছু বর্তমানের পরে ঘটবে।

ক্ষণস্থায়ী: যখন কিছু খুব অল্প সময়ের জন্য থাকে।

অস্থায়ী: যখন কিছু দীর্ঘস্থায়ী হয় না।

বিরতি: যখন কিছু থেমে থাকে।

বিপরীত: যখন কিছু বিপরীত দিকে চলে।

উদাহরণ:

"তারা অসময়ে চলে এসেছিল।"

"সত্য স্থায়ী।"

"ঈশ্বর শাশ্বত।"

"তার মৃত্যুর সময় অনির্দিষ্ট।"

"অতীত কে আর बदला যায় না।"

"ভবিষ্যৎ অনিশ্চিত।"

"সুখ ক্ষণস্থায়ী।"

"মানুষের জীবন অস্থায়ী।"

"কাজের বিরতি নিন।"

"বিপরীত দিকে যেতে হবে।"

কোন শব্দটি ব্যবহার করবেন তা নির্ভর করবে আপনার বাক্যের প্রসঙ্গের উপর।

আরও কিছু বিষয়:

"সময়" এর বিপরীত শব্দ "অসময়" বাদে, অন্যান্য শব্দগুলো সম্পূর্ণ বিপরীত নয়।

"সময়" এর বিপরীত শব্দ "অসময়" কেবলমাত্র "সময়" এর একটি নির্দিষ্ট দিককে বোঝায়।

আশা করি এই তথ্য আপনার কাজে লাগবে।
উত্তর প্রদান করেছেন (অতিথি) (14 পয়েন্ট)  
পূনঃপ্রদর্শিত করেছেন
উদাহরণ প্রাসঙ্গিক মনে হছে না। আমার ভুল হতে পারে, একটু আপনার উত্তরকে দেখার পরামর্শ দিচ্ছি
মন্তব্য করা হয়েছে করেছেন (জ্ঞানী) (635 পয়েন্ট)  

সংশ্লিষ্ট প্রশ্নগুচ্ছ

0 টি উত্তর
"মাধ্যমিক পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল  
1 উত্তর
"মাধ্যমিক পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন অলক তালুকদার (গুণী) (212 পয়েন্ট)  
0 টি উত্তর
"সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন ওয়াহিদা  
1 উত্তর
"শিক্ষা প্রতিষ্ঠান" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল  
0 টি উত্তর
"সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল  

18,586 টি প্রশ্ন

19,471 টি উত্তর

2,569 টি মন্তব্য

102,923 জন সদস্য

ই-নলেজ কুয়েরি বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট। এখানে আপনি প্রশ্ন-উত্তর করার মাধ্যমে নিজের সমস্যার সমাধানের পাশাপাশি দিতে পারেন অন্যদের সমস্যার নির্ভরযোগ্য সমাধান! বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, পড়ালেখা, ধর্মীয় ব্যাখ্যা, বিজ্ঞান বিষয়ক, সাধারণ জ্ঞান, ইন্টারনেট, দৈনন্দিন নানান সমস্যা সহ সকল বিষয়ে প্রশ্ন-উত্তর করতে পারবেন! প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে বাংলা ভাষায় উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য!
তাই আজই যুক্ত হোন ই-নলেজে আর বাড়িয়ে দিন আপনার জ্ঞানের গভীরতা...!
Empowering Novel Learners with Zeal (Enolez)


  1. Noni

    6 পয়েন্ট

    1 উত্তর

    1 মন্তব্য

    0 টি প্রশ্ন

  2. indepthbd

    5 পয়েন্ট

    0 টি উত্তর

    0 মন্তব্য

    0 টি প্রশ্ন

  3. Enolej Official Team

    4 পয়েন্ট

    0 টি উত্তর

    0 মন্তব্য

    0 টি প্রশ্ন

  4. ইফতেখার নাইম

    1 পয়েন্ট

    0 টি উত্তর

    0 মন্তব্য

    0 টি প্রশ্ন

...