...
ই-নলেজ অতিক্রম করলো লক্ষাধিক সদস্যের এক বিশাল মাইলফলক!বিস্তারিত...

সৌরজগতে এভারেস্ট থেকে বড় পর্বতমালা কোনগুলো?

"বিজ্ঞান ও প্রকৌশল" বিভাগে জিজ্ঞাসা করেছেন (বিশারদ) (1,746 পয়েন্ট)   78 বার প্রদর্শিত

লিংক কপি হয়েছে!



1 উত্তর

0 পছন্দ 0 অপছন্দ
অ্যাসস্ট্রিয়াস মন্স মার্স

অ্যাসস্ট্রিয়াস মন্সের উচ্চতা ৯ দশমিক ৩ মাইল। অর্থাৎ ১৫ কিলোমিটার, যা মঙ্গল গ্রহের দ্বিতীয় উচ্চতম পর্বত। এটি সৃষ্টি হয়েছে আগ্নেয়গিরি থেকে বেড়িয়ে আসা লাভা থেকে। অ্যাসস্ট্রিয়াস মন্স আজকের নয়, মনে করা হয় এই পর্বতের জন্ম আজ থেকে প্রায় ২ থেকে ৮ হাজার বছর আগে। এর আবিষ্কার ১৯৭১ সালে মেরিনার সেভেন পেসক্রাফট দ্বারা করা হয়। এর আগের নাম ছিলআ নর্থস্পট। এই নামের পিছনে যে কারণটি ছিলো, তা হলো মঙ্গল গ্রহে যে ধূলিঝড় হয় তা শান্ত হওয়ার পর, মাত্র চারটি পর্বতশৃঙ্গই দৃশ্যমান হয় আর এই পাহাড়ের অবস্থান ছিলো দক্ষিণ দিকে। পরবর্তীতে ১৯৭৩ সালে এর নাম পরিবর্তন করে অ্যাসস্ট্রিয়াস মন্স রাখা হয়। প্রায় ৪৮০ কিলোমিটার এলাকাজুড়ে এটি বিস্তৃত।

 বুশল মনটেস- জুপিটার মুন লো

 এটি সৌরজগতের বৃহস্পতি গ্রহের উপগ্রহ লো তে অবস্থিত। এখানে প্রায় ৪০০ টি আগ্নেয়গিরি রয়েছে তার মধ্যে সবচেয়ে উচ্চতম হলো বুশল মনটেস। এটি প্রায় ৫৪০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর উচ্চতা প্রায় ১৮ দশমিক ২ কিলোমিটার। গ্রীক মিথলজির এক গুহার নাম অনুসারে এই উপগ্রহের নামকরণ করা হয় লো। যেখানেই জিউসের স্ত্রী তার পুত্র এপোফাসের জন্ম দেন। পরবর্তীকালে ১৯৮৫ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন দ্বারা এই নামটি এপপ্রুভ করা হয়।

 ইকুয়েটোরিয়াল রিচ, স্যাটার্ন মুন আইপেটাস

 শনি গ্রহের উপগ্রহ আইপেটাসে অবস্থিত ইকুয়েটোরিয়াল রিচ। যার উচ্চতা প্রায় ১২ দশমিক ৪ মাইল অর্থাৎ ২০ কিলোমিটারের বেশি। ২০০৪ সালের ৩০শে ডিসেম্বর ক্যাসিনি পেসক্রাফট এটির আবিষ্কার করে। এই পর্বতের সৃষ্টি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। যেমন- অনেকে মনে করেন, আইপেটাসের সৃষ্টির সময় এর গঠন হয়েছিলো আবার অনেকের ধারনা অনেক গভীরে থাকা শিলা বা বরফের চাঁই উপরে উঠে আসার কারণে এই পর্বতের সৃষ্টি হয়েছে। আবার অনেকে বলছে, এই উপগ্রহের ভয়ানক কম্পনের কারণে এর সৃষ্টি হয়েছে। ইউকের ম্যাথমেটিসিয়ান অ্যাস্ট্রোনমার অ্যান্ড ইনভেন্টর জন হাসকেল এর নামকরণ করেন।

 অলিম্পাস মন্স, মার্স

 সোলার সিস্টেমের দ্বিতীয় এবং মঙ্গল গ্রহের সর্বোচ্চ উচ্চতম পর্বত হলো অলিম্পাস মন্স। যার উচ্চতা পৃথিবীতে অবস্থিত মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় দ্বিগুনের থেকেও বেশি। সমতল থেকে এর উচ্চতা প্রায় ১৩ দশমিক ৭ মাইল অর্থাৎ ২২ কিলোমিটার। ১ লাখ ১৪ হাজার স্কয়ার মাইলস জুড়ে বিস্তৃত এই অলিম্পাস মন্স। ২০০৪ সালে এটির আবিষ্কার করা হয়। কয়েক হাজার বছরের সঞ্চিত তরল এবং আগ্নেয়গিরির লাভা দিয়ে তৈরি এই পর্বতটি।

 রিসিলভিয়া মন্স, ফোর ভেস্টা অ্যান্ড্রয়েড

 অ্যান্ড্রয়েড বেল্টের ৫২৫ কিলোমিটার পরিধির, বিশাল আকার অ্যান্ড্রয়েড হলো ফোর ভেস্টা। যেটি সৌরজগতের বৃহত্তম অ্যান্ড্রয়েড এবং এটিও সূর্যের চারদিকে প্রদক্ষিণ করছে। ১৯৯৭ সালে হাভেল পেস টেলিস্কোপের পাঠানো কিছু ছবি সাহায্যে, পর্বতটি আবিষ্কার করা হয়। রোমান মাইথোলজির এক দেবীর নামে এর নামকরণ করা হয়। আমাদের সোলার সিস্টেমের সর্বোচ্চ পর্বত রিসিলভিয়া মন্স, এই অ্যান্ড্রয়েডেই অবস্থিত। এর উচ্চতা ১৪ দশমিক ২ মাইল অর্থাৎ ২৩ কিলোমিটার। অ্যান্ড্রয়েডের সঙ্গে ধাক্কার ফলেই এই পর্বতের সৃষ্টি হয়।
উত্তর প্রদান করেছেন (বিশারদ) (1,746 পয়েন্ট)  

সংশ্লিষ্ট প্রশ্নগুচ্ছ

0 টি উত্তর
"বাংলাদেশ" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল  
1 উত্তর
"বিজ্ঞান ও প্রকৌশল" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anisa Islam (বিশারদ) (1,746 পয়েন্ট)  
1 উত্তর
1 উত্তর
"বিজ্ঞান ও প্রকৌশল" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anisa Islam (বিশারদ) (1,746 পয়েন্ট)  
1 উত্তর
"বিজ্ঞান ও প্রকৌশল" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nahid Hosen Mitul (বিশারদ) (4,159 পয়েন্ট)  

18,582 টি প্রশ্ন

19,471 টি উত্তর

2,568 টি মন্তব্য

102,922 জন সদস্য

ই-নলেজ কুয়েরি বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট। এখানে আপনি প্রশ্ন-উত্তর করার মাধ্যমে নিজের সমস্যার সমাধানের পাশাপাশি দিতে পারেন অন্যদের সমস্যার নির্ভরযোগ্য সমাধান! বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, পড়ালেখা, ধর্মীয় ব্যাখ্যা, বিজ্ঞান বিষয়ক, সাধারণ জ্ঞান, ইন্টারনেট, দৈনন্দিন নানান সমস্যা সহ সকল বিষয়ে প্রশ্ন-উত্তর করতে পারবেন! প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে বাংলা ভাষায় উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য!
তাই আজই যুক্ত হোন ই-নলেজে আর বাড়িয়ে দিন আপনার জ্ঞানের গভীরতা...!
Empowering Novel Learners with Zeal (Enolez)


  1. Noni

    6 পয়েন্ট

    1 উত্তর

    0 মন্তব্য

    0 টি প্রশ্ন

  2. Enolej Official Team

    3 পয়েন্ট

    0 টি উত্তর

    0 মন্তব্য

    0 টি প্রশ্ন

...